দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় নেইমারদের ফরাসি সুপার কাপ জেতালেন পচেত্তিনো

Mysepik Webdesk: মাত্র ১১ দিন আগে প্যারিস সেন্ট জার্মেইনের দায়িত্ব নিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। এত কম সময়ের মধ্যেই ক্লাব অফিসিয়ালদের তাঁর প্রতি বিশ্বাসের মর্যাদা রাখলেন তিনি। নয়া নির্বাচিত এই কোচের তত্ত্বাবধানেই ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন হল পিএসজি।
আরও পড়ুন: ভারত বনাম অস্ট্রেলিয়া: চোট না সারায় চূড়ান্ত টেস্ট থেকে ছিটকে গেলেন পুকোভস্কি

এই নিয়ে টানা ৮ বার ট্রফি জয়ের স্বাদ পেল ফ্রান্সের এই অভিজাত ক্লাব। আর সবমিলিয়ে ১০ বার ফরাসি সুপার কাপের শিরোপা জেতে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি। ম্যাচের ৩৯ মিনিটে পিএসজি-কে এগিয়ে দেন ইকার্দি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে করেন নেইমার। এরপর ৮৯ মিনিটে মার্সেই দলের পক্ষে দিমিত্রি পায়েত গোল করলেও জেতার জন্য যথেষ্ট ছিল না সেই গোল। শেষমেশ পিএসজি ২-১ গোলে মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ নিজেদের দখলে নেয়।