ভারতীয় সেনার গোপন তথ্য পাচারের অভিযোগে জম্মু ও কাশ্মীরের সাম্বা থেকে গ্রেফতার পাক গুপ্তচর

Mysepik Webdesk: পাকিস্তানে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার করত, এই সন্দেহে জম্মু কাশ্মীরের সাম্বা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ওই যুবকের নাম কুলজিত্ কুমার (২১)। জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আওতাল কাটালান গ্রামে। সাম্বার SSP রাজেশ শর্মা জানিয়েছেন, “বুধবার সন্ধের সময় কুলজিত্ কুমারকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের কোনও এক অজানা এক সূত্রকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে ভারতীয় সেনার গোপন তথ্য ও ছবি পাচার করত। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে বলেও জানা গিয়েছে।”
আরও পড়ুন: মাঝআকাশে বিমানের মধ্যেই জন্ম শিশুর, সাহায্য করল বিমান সেবিকারা
সূত্রের খবর ধৃতের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়েছে। ওই যুবক ২০১৮ সাল থেকে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করত। ইতিমধ্যেই ওই যুবক বেশকিছু সেতুর ছবি ও একাধিক নির্মাণ সম্পর্কে পাকিস্তানে বহু তথ্য পাচার করেছে। ভারতীয় পুলিশ ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে। তার বিরুদ্ধে এনিমি অর্ডিন্যান্স অ্যাক্টে FIR দায়ের করা হয়েছে।