মার্কিন চাপের কাছে নতি স্বীকার, ড্যানিয়েল পার্লের ৪ ঘাতককে মুক্তি দিচ্ছে না পাকিস্তান

Mysepik Webdesk: চাপের মুখে সুর বদল পাকিস্তানের। আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে চারজন দোষীকে আপাতত মুক্তি দিচ্ছে না পাকিস্তানের সিন্ধ প্রদেশের সরকার। ওয়াকিবহাল মহলের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল সমালোচনার সামনে কার্যত নতি স্বীকার করেছে ইমরান সরকার। ২৪ ডিসেম্বর পার্ল-হত্যার অভিযোগে চার সন্ত্রাসী আহমেদ উমর শেখ, ফাহাদ নাসিম, শেখ আদিল ও সালমান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা সবাই ১৮ বছরের শাস্তি ঘোষণার কারাগারে ছিলেন। কিন্তু সিন্ধু হাইকোর্ট তাঁদের মুক্তি দেওয়ার আদেশ দিয়েছিল।
আরও পড়ুন: পাক-সেনার ওপর জঙ্গি হামলা, মৃত সাত জওয়ান

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের স্পেশাল মিনিস্ট্রি এরপর বলেছিল, “আমরা এই সন্ত্রাসীদের মুক্তি নিয়ে খুব উদ্বিগ্ন। এই ব্যক্তিরা আমেরিকান নাগরিক এবং সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছিল। আমরা পরিস্থিতি উপর নিবিড় নজর রাখছি। পার্লের পরিবারকে ন্যায্য বিচার দেওয়া আমাদের দায়িত্ব। এ জাতীয় ঘটনা সহ্য করা যায় না।” পার্লের বাবা জুডেয়া পার্ল এবং মা রুথ-ও নিন্দায় শামিল হয়েছিলেন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে, তাঁরা পাকিস্তান সুপ্রিম কোর্টের কাছে ন্যায়বিচার চেয়ে আর্জি জানিয়েছিলেন। উল্লেখ্য, ২০০২-এ আমেরিকান সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাংবাদিক ড্যানিয়েল পার্লকে পাকিস্তানে অপহরণ করা হয়েছিল। পরে তাঁর শিরশ্ছেদ করা হয়েছিল।