খোদ দিল্লির বুকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, আটক ২

Mysepik Webdesk: খোদ রাজধানী দিল্লির বুকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় দু’জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত একটা নাগাদ দিল্লির তুঘলক রোড থানার কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয় খান মার্কেট মেট্রো স্টেশনের সামনে বেশ কয়েকজন লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। সেখান থেকেই পাঁচজনের হদিস পাওয়া যায়। তাদের মধ্যে তিনজন মহিলাও ছিল।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে ‘একদিনের মুখ্যমন্ত্রী’-র পদে ১৯ বছরের কলেজ ছাত্রী

ধৃত দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের পর তারা জানায়, দুটি ইউলু বাইক ভাড়া করে তারা রেস করছিল। তাদের মধ্যে একটির নাম দিয়েছিল ‘হিন্দুস্তান’ এবং অপরটির নাম দিয়েছিল ‘পাকিস্তান’। সেই রেসের সময়ই তারা ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিল। পুলিশ জানিয়েছে, “বাচ্চাদের সঙ্গে ইন্ডিয়া গেটে কাছে তারা পরিবার নিয়ে ঘুরতে এসেছিল। তারা সেখানেই দু’টি ইউলু বাইক ভাড়া করে রেস করছিল এবং দেশের নামে বাইকের নামকরণ করে। তার মধ্যেই একটির নাম ছিল ‘পাকিস্তান’। দু’দলের হয়ে গলা ফাটানোর জন্য ওরা সেই স্লোগান দিয়েছিল বলে জানিয়েছে তারা।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি, তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।