আন্তর্জাতিক সীমান্তে ড্রোন দিয়ে পাকিস্তানের নজরদারি, বিএসএফর গুলি চলতেই পিছু হটল

Mysepik Webdesk: আন্তর্জাতিক সীমান্ত বরাবর নজরে পড়ল পাকিস্তানের একটি গোয়েন্দা ড্রোন। সেটি লক্ষ্য করে গুলি সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) গুলি চালাতে শুরু করলেই সেটি পাকিস্তানের অভিমুখে চলে যায়। শনিবার সন্ধ্যায় জম্মু জেলার আর্নিয়া সেক্টরে ১৯৮ কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত বরাবর ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: সান্তা উপহার নিয়ে আসবে কি না জানতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি খুদের
এদিন বিএসএফের তরফে জানানো হয়েছে যে, জম্মু জেলার আর্নিয়া সেক্টরে ১৯৮ কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের একটি গোয়েন্দা ড্রোন তাঁদের নজরে আসে। বিএসএফের ইনস্পেক্টর জেনারেল এনএস জামওয়াল জানান, জওয়ানরা ড্রোন লক্ষ্য করে গুলি চালান। আর তারপরই সেটি পাকিস্তানের দিকে চলে যায়। এরপর থেকেই ড্রোনের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: চিনের পর তুরস্কের হাত ধরতে চলেছে পাকিস্তান
শনিবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে জানান, শীতের আগমনের ফলে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন পাসে তুষার জমে অনুপ্রবেশ করা অসম্ভব হয়ে যাবে। সেজন্য জঙ্গিরা মরিয়া হয়ে ভারতে অনুপ্রবেশের নয়া উপায় খুঁজছে। তিনি বলেন, ‘সেই কারণেই ওরা (জঙ্গিরা) দক্ষিণ দিকে সরে যাচ্ছে এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সুড়ঙ্গ-সহ নীচু এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে।’