Mysepik Webdesk: পাকিস্তান ক্রিকেটে বড় জালিয়াতির খবর প্রকাশ্যে এসেছে। এই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৩ জাতীয় টুর্নামেন্ট স্থগিত করেছে। পিসিবি এই টুর্নামেন্টে অংশ নেওয়া কিছু খেলোয়াড়ের বয়সে জালিয়াতি খুঁজে পেয়েছিল। এখন বয়স যাচাইয়ের জন্য হাড় পরীক্ষা (বোন টেস্ট) করবে পিসিবি। পিসিবি-র হাই পারফরম্যান্স ডিরেক্টর নাদিম খান বলেন, ভিজ্যুয়াল মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে, খেলোয়াড়দের বয়স বেশি ছিল। এই কারণেই এই টুর্নামেন্ট স্থগিত করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না। ইএসপিএনক্রিকইনফো নাদিম খানকে উদ্ধৃত করে বলেছে, ‘ভিজ্যুয়াল অ্যাসেসমেন্টের পর নিশ্চিত হওয়া গেছে যে কিছু বেশি বয়সি ক্রিকেটার অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তাই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। এবার নতুন করে হাড়ের পরীক্ষাই হবে উপযুক্ত পথ।’
আরও পড়ুন: আইপিএল: মোটা অঙ্কের বিনিময়ে আহমদাবাদে হার্দিক-রশিদ-শুভমান

নাদিম খান আরও বলেছন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড সিস্টেমের ফাঁকফোকরগুলির সুবিধা নিতে দেবে না এই বয়স্ক খেলোয়াড়দের। এমনকী যেসব যোগ্য ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়নি, তাদের ওপরও চাপ পড়তে দেবে না পিসিবি।’ নাদিমের কথায়, ‘পিসিবি অপ্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের পাশাপাশি তাদের বাবা-মাকেও সন্তানদের নিরুৎসাহিত করতে দেবে না। খেলোয়াড়দের ওপর যাতে অভিভাবকদের তরফে কোনও মানসিক চাপ না আসে, সেদিকেও নজর রাখবে পিসিবি।’ নাদিম খান আরও বলেন, ‘টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্য হওয়ার জন্য বয়স ভাঁড়ানো বিপজ্জনক। বিষয়টি পাকিস্তান ক্রিকেটে মহামারির আকার ধারণ করেছে।’
আসন্ন টুর্নামেন্টে বেশি বয়স্ক ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নাদিম খান। নাদিম খান বলেন, ‘বয়স বাড়িয়ে গ্রুপ ক্রিকেটে অংশগ্রহণ শুধু অপরাধই নয়, একটি সংকটও। যা আমাদের সিস্টেমকে ধ্বংস করছে। পিসিবি টুর্নামেন্টের অখণ্ডতা রক্ষার পাশাপাশি তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দেশত্যাগ রোধ করতে এখনই এই সিস্টেম ঠিক করা দরকার।’