Latest News

Popular Posts

প্যারালিম্পিক: ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা ও রুপো মণীশ, সিংরাজের

প্যারালিম্পিক: ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা ও রুপো মণীশ,  সিংরাজের

Mysepik Webdesk: টোকিও প্যারালিম্পিকের একাদশ দিনে ভারতের শুরুটা দারুণ ছিল। শ্যুটিংয়ে মণীশ নারওয়াল সোনা জিতেছেন এবং সিংরাজ আধনা এসএইচ-১ ক্যাটাগরির ৫০ মিটার এয়ার পিস্তলে রুপোর পদক জিতেছেন। ফাইনালে মণীশ স্কোর করেছিলেন ২১৮.২। অন্যদিকে, সিংরাজের স্কোর ২১৬.৭।

আরও পড়ুন: একই প্যারালিম্পিকে দু’টি পদক জিতে প্রথম ভারতীয় হিসাবে রেকর্ড অবনী লেখারার

এর আগে আধনা ৫৩৬ পয়েন্ট নিয়ে বাছাই পর্বে চতুর্থ এবং নারওয়াল ৫৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ছিলেন। এহেন সিংরাজ আধনা ১০ মিটার এয়ার পিস্তলেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এদিন নারওয়ালের হাত ধরে ভারত তৃতীয় সোনা পেল। অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ-১ ইভেন্টে এবং পুরুষদের জ্যাভেলিন থ্রো এফ৬৪ ক্যাটাগরিতে সুমিত আন্তিল সোনার পদক পেয়েছিলেন। সিংরাজ একই প্যারালিম্পিকে দু’টি পদক জিতে অবনী লেখারার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে নজির গড়েছেন।

আরও পড়ুন: মান্নাদা ৯৭: এক ফুটবল আত্মার জন্মদিনে কিছু স্মৃতিচারণ

এই প্যারালিম্পিকে ভারতের পদকের সংখ্যা এখনও পর্যন্ত ১৫। তিনটি সোনা, সাতটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় অ্যাথলেটরা। প্যারালিম্পের ইতিহাসে ভারতের এটি ভারতের সেরা সাফল্য। রিও ২০১৬’এ ৪টি এবং ১৯৮৪’র প্যারালিম্পিকে চারটি পদক জিতেছিল ভারত। চলতি প্যারালিম্পিকে সেসব সাফল্যকে ছাপিয়ে অনন্য নজির গড়ছেন ভারতীয় অ্যাথলেটরা।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *