কিছুদিন হয়েছে তিনি লন্ডন থেকে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবির শুটিং সেরে ফিরেছেন। এখন বলিউডের পরি তার নতুন ঠিকানায়। নিজের নতুন ঘর সাজানোর কাজে ব্যস্ত সময় কাটছে তার। মুম্বাইয়ের পশ্চিম খারের এক অভিজাত এলাকায় এখন তার নতুন ঠিকানা। ইতিমধ্যে পরিণীতি সেই নতুন ঠিকানায় পৌছেও গেছেন। পরিণীতি বলেন, নতুন বাড়ির সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়েছে। আমি অনেক দিন ধরে বড়সড় এক বাড়ির সন্ধানে ছিলাম। কিন্তু ছবি ও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সময় করে উঠতে পারছিলাম না।
অবশেষে নিজের পছন্দেরমতো বাড়ির সন্ধান পেয়েছি। আর নিজের মনের মতো করে তা সাজিয়ে তুলছি। নানান দেশ থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস কিনেছি। এখন সেসব জিনিস দিয়ে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে তুলছি। কয়েকদিন পরই আবার ব্যস্ত হয়ে পড়বেন অমল গুপ্তা পরিচালিত ‘সাইনা’ ছবির কাজে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। এই ছবির জন্য পরিণীতি ব্যাডমিন্টন কোর্টে প্রচুর ঘাম ঝরিয়েছেন।