জয়ন্ত বিশ্বাস
আর হুমকি নয়। শেষমেশ ইউক্রেন আক্রমণ ঘোষণা করে দিয়েছে রাশিয়া। যুদ্ধের পরিণতি কতটা ভয়াবহ, তা আমরা জানি। অনেকেই আশঙ্কা করছেন, এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয়ে না যায়! শুক্রবার, টানা দ্বিতীয় দিনও ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সকালে সাতটি বড় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। মানুষ লুকিয়ে রয়েছেন ঘরবাড়ি, পাতাল রেল কিংবা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে। খাদ্য ও পানীয় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি রয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ বাহিনী রাজধানীতে প্রবেশ করেছে। আগামী ৯৬ ঘণ্টা অর্থাৎ ৪ দিনের মধ্যে কিয়েভ রাশিয়ার দখলে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে লিভ শহরে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এর পর এখানকার মেয়র মানুষজনকে ঘর থেকে বের না হতে বলেছেন। আপাতত রাশিয়ার আগ্রাসন দেখে মনে হচ্ছে, শান্তির চিরাবসান হয়েছে। এমনই বার্তা দিলেন শিল্পী জয়ন্ত বিশ্বাস, তাঁর রেখাচিত্রে।
খুব মনে পড়ছে ডোন্ট ফায়ার এট দ্য রেইনবোঃ চিল্ড্রেন এগেইন্সট ইম্পেরিয়ালিজম (১৯৮৫) বইটির কথা।