সফল হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমা শোধন, আজ ফের হবে ডায়ালিসিস

Mysepik Webdesk: শুক্রবার প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্ত ঠেলে প্লাজমা শোধনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্লাজমা শোধনের পর অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সৌমিত্রের মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর জানান, এদিন ফের জ্বর এসেছিল অভিনেতার, বারংবার রক্ত দেওয়ার জন্যই অ্যান্টিজেন-অ্যান্টিবডি প্রতিক্রিয়াই এই জ্বর আসার কারণ। তিনি আরও জানান, অভিনেতার ফুসফুস, পাকস্থলী ও অন্যান্য অঙ্গের ক্রিয়া স্থিতিশীল রয়েছে। তাঁর একদিন অন্তর প্লাসমাফেরাসিস ও ডায়ালিসিস করা হবে।
আরও পড়ুন: NCB দপ্তরে হাজিরা দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

হাসপাতাল সূত্রের খবর, শনিবার ফের তাঁর প্লাজমাফেরেসিস করা হবে। এর ফলে তাঁর কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথির ফলে যে আচ্ছন্নভাব সেটা কেটে যাবে। কারণ চিকিৎসকদের সন্দেহ, রক্তে দূষিত পদার্থ এতদিন পর্যন্ত ছেঁকে বের করা যায়নি বলেই তাঁর মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করছে না। প্লাজমাফেরেসিস করেই সেই দূষিত পদার্থ বের করা সম্ভব হবে।