OLX -এ বিক্রি হতে চলেছে প্রধানমন্ত্রীর বারানসির দপ্তর!

Mysepik Webdesk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসির দফতরের ছবি-সহ বিস্তারিত তথ্য দিয়ে সেটি অনলাইন বেচাকেনা ওয়েবসাইট OLX -এ ৭.৫ কোটি টাকায় বিক্রি করার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই অপরাধে ইতিমধ্যেই সন্দেহজনক চার ব্যক্তিকে গ্রেফতার করেছে বারাণসী পুলিশ। তাদেরকে আপাতত জেল হেপাজতে রাখা হয়েছে। বারাণসীর এসএসপি অমিত পাঠক জানিয়েছেন, “বারাণসীর ভেলপুরে জওহরনগর কলোনিতে প্রধানমন্ত্রীর দফতরের ছবি ওএলএক্স ওয়েবসাইটে আপলোড করার খবর আমাদের কাছে পৌঁছানোর পর একটি এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু হয়। যিনি ওই ছবিটি তুলেছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।”
আরও পড়ুন: রাতারাতি জারি হয়নি কৃষি আইন, পিছনে রয়েছে ২০ বছরের চিন্তাভাবনা

জানা গিয়েছে ওই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় অফিসটি একটি চার শয়নকক্ষ ও চার শৌচাগার-সহ মোট ৬,৫০০ বর্গফিটের ভিলা হিসেবে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে বিক্রেতার নাম হিসেবে উল্লেখ করা হয়েছে জনৈক লক্ষ্মীকান্ত ওঝার। অফিসের আসল ঠিকানা অবশ্য জওহর নগর এক্সটেনশন, ওএলএক্স-এর বিজ্ঞাপনে ঠিকানা দেওয়া হয়েছে কৃষ্ণ দেব নগরের। ঘটনার কথা জানাজানি হয়ে যাওয়ার পর পুলিশের নির্দেশে OLX থেকে বিজ্ঞাণটি মুছে দেওয়া হয়।