কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ, উত্তপ্ত দিল্লি সীমান্ত

Mysepik Webdesk: এদিন বেলা ১২টায় শুরু হওয়ার কথা ছিল কৃষকদের ট্র্যাক্টর মিছিল। এই উপলক্ষে সকাল থেকেই অসংখ্য কৃষক পায়ে হেঁটে দিল্লি সীমান্তে এসে উপস্থিত হয়েছিলেন। এরপর তাঁরা পুলিশের ব্যারিকেড সরিয়ে ঢুকে পড়েন। সেই সময়েই বিপত্তি বাধে। ঘটনাচক্রে একটি ভিডিয়োয় দেখা যায় যে, কৃষকদের মিছিল লক্ষ্য করে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে।
আরও পড়ুন: একুশের ছাব্বিশ, নানা মনের নানান ভাবনা

ঘটনাটি দিল্লির অক্ষরধাম এলাকার বলে জানা গিয়েছে। একটি ওভার ব্রিজ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছিল। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাথা বাঁচাতে কৃষকরা দৌড়োদৌড়ি করতে থাকেন। এরপর অবশ্য কৃষক নেতারা সকলকে শান্ত থেকে পায়ে হেঁটে মিছিলে অংশ নেওয়ার কথা বলেন। যদিও এর আগেও এদিন সকাল ৯টা থেকে সিংহু এবং টিকরি সীমান্তে গোলমালের পরিবেশ তৈরি হয়েছিল। মুকারবাচকেও পরিস্থিতি শান্ত ছিল না। সিঙ্ঘু সীমান্ত দিয়ে দিল্লি প্রবেশ করা কৃষকরা সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট কলোনিতে জমায়েত করেন। তাঁদের হটাতে টিয়ার গ্যাস আর জলকামান ব্যবহার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।