করোনায় প্রয়াত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক

Mysepik Webdesk: রবিবার প্রয়াত হয়েছেন ফ্যাব্রিজিও সকোরসির। পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই রবিবার তাঁর মৃত্যু ঘটে। তাঁর আরও একটা পরিচয় হল, তিনি রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আরও পড়ুন: আফগানিস্তানে চলমান সংঘাতের কারণে বাস্তুচ্যুত ১৮ হাজার পরিবার

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘এল ওজারভেটরি’ সূত্রে জানা গিয়েছে এই তথ্য। ২০১৫ সালে তিনি পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই থেকে পোপের ব্যক্তিগত চিকিৎসার দায়িত্ব সামলেছেন ফ্যাব্রিজিও। উল্লেখ্য যে, করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ২৬ ডিসেম্বর এই চিকিৎসককে হাসপাতলে ভর্তি করা হয়েছিল।