২০৩০ বিশ্বকাপ যৌথভাবে করতে চলেছে পর্তুগাল-স্পেন!

Mysepik Webdesk: ২০৩০ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহের কথা জানিয়েছে পর্তুগাল-স্পেন ফেডারেশন। বুধবার পর্তুগালের লিসবন শহরে একটি প্রীতি ম্যাচ খেলতে নাম দুই দেশ। সেখানেই দুই দেশের ফেডারেশন বিশ্বকাপ ২০৩০ আয়োজনের বিষয়ে চুক্তি অনুমোদন করে। অবশ্য প্রীতি ম্যাচটির ফলাফল গোলশূন্য ছিল।
আরও পড়ুন: নেইমারকে নিয়ে অনিশ্চয়তা ব্রাজিলে

এদিন প্রীতি ম্যাচের প্রথমার্ধে স্প্যানিশরা ম্যাচ যেমন নিজেদের দখলে রাখে, ঠিক তেমনিই দ্বিতীয়ার্ধে পর্তুগিজরা ম্যাচে নিজেদের দখলে রাখে। তবে সুযোগ পাওয়া সত্ত্বেও কোনও দলই গোল করতে পারেনি। প্রথমার্ধে স্পেনের লিডস ইউনাইটেডের রদ্রিগো-দানি ওলমোরা সুযোগ কাজে লাগাতে পারেননি। আর দ্বিতীয়ার্ধে পর্তুগালের রোনালদো এবং রেনেতো সানচেজের নেওয়া দু’টি শট ক্রসবারে লেগে ফিরে আসে।
আরও পড়ুন: জিতল ভবানীপুর, এবার খেলা মহমেডান স্পোটিংয়ের
উল্লেখ্য, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ধারিত হবে ২০২৪ সালে। তবে ২০২২ সালে সেই প্রক্রিয়া শুরু করে দেবে ফিফা। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে কাতার। তার চার বছর পর বিশ্বকাপ আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।