করোনায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

Mysepik Webdesk: করোনা আক্রান্ত হয়েছে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে সর্দি-কাশি এবং জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল তাঁর করোনা টেস্ট করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই বয়সের কথা ভেবে চিকিৎসকরা তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। শোভনবাবুর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। পরিবারের সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক। শ্বাসকষ্টেরও কোনও সমস্যা নেই।
আরও পড়ুন: গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: অমিত শাহ

আজ তাঁর পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হবে। এছাড়াও গত কয়েকদিনে যাঁরা যাঁরা শোভনবাবুর সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলেরই করোনা পরীক্ষা করা হবে। গত কয়েক দিনে তিনি বহু মানুষের সংস্পর্শে এসেছেন। সেটাও কিছুটা উদ্বেগের বিষয়। আগামী সাতদিনের জন্য মন্ত্রীর সমস্ত সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে। পাশাপাশি তাঁর বয়সের কথা মাথায় রেখে তাঁকে বাড়িতে থেকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।