সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি, রাজ্যপাল

Mysepik Webdesk: প্রবাদপ্রতিম অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্ছিত্র জগতে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আজ, দুপুর ১২.১৫ মিনিটে মিন্টোপার্ক লাগোয়া বেলেভিউ ক্লিনিক হাসপাতালে প্রয়াত হন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একটি টুইট করে তিনি শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, “এই ক্ষতি পূরণ হওয়ার নয়। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকাহত। অপূরণীয় ক্ষতি। তিনি প্রথম ভারতীয় যিনি কলাক্ষেত্রে সর্বোচ্চ ফরাসি সম্মান পেয়েছিলেন। দাদাসাহেব ফালকে সম্মানেও তিনি ভূষিত হয়েছিলেন।”
আরও পড়ুন: সৌমিত্রর প্রয়ানে শোকস্তব্ধ অভিনেতা দেব থেকে মিমি চক্রবর্তী, টুইট করে জ্ঞাপন করলেন শোকবার্তা
অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথমে ইংরেজিতে ও পরে আদ্যপ্রান্ত বাংলায় টুইট করে তিনি লেখেন, “সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র এক কিংবদন্তীকে হারালো। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টিগুলি, ‘অপু’ ট্রিলজি সহ অন্যান্য সিনেমায় তাঁর অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। অভিনয় জগতে তিনি বিপুল অবদান রেখে গেছেন। সৌমিত্র চট্যোপাধ্যায় তাঁর অসাধারণ অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্ম ভূষণ ও লিজিয়্যঁ দ্য অনারের মত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর পরিবার পরিজন, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব এবং দেশ-বিদেশের লক্ষ লক্ষ অনুরাগীকে সমবেদনা জানাই।”