দুর্গাপুজোর ষষ্ঠীর দিন ভার্চুয়াল অনুষ্ঠানে বাঙালির উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Mysepik Webdesk: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই এই পুজোর শুরুর দিন অর্থাৎ ষষ্ঠীর দিন বাংলায় বিজেপির জনসংযোগ ঘটাতে খোদ প্রধানমন্ত্রীকে হাজির করার পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, ষষ্ঠীর দিন বিকেলে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রথম দিনে বাঙালির উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি।
আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য সুসংবাদ, পুজোর আগেই কমতে চলেছে মদের দাম
জানা গিয়েছে, ষষ্ঠীর দিন বিকেলে ওই অনুষ্ঠানে মূলত পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরা হবে একটি অনুষ্ঠানের মাধ্যমে। প্রায় ঘন্টা খানেক অনুষ্ঠান চলার পর ওই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বাঙালিকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো পালনের অনুরোধ করবেন তিনি।