হায়দরাবাদের রাজপরিবারের সদস্যের সঙ্গে ওয়েব দুনিয়ায় জুটি বাঁধছেন প্রসেনজিৎ

Mysepik Webdesk: বাংলা সিনেমায় সুপারস্টার তিনি। কয়েকবছর আগে তিনি টেলিভিশনেও অভিনয় করেছিলেন। তবে এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন। কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। এবার ‘স্যাক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে হাত ধরে প্রথম ওটিটিতে পা রাখছেন টলিপাড়ার বুম্বাদা। তবে তার থেকে বেশি চমকপ্রদ খবর হল, এই প্রজেক্টে তিনি জুটি বাঁধতে চলেছেন হাদয়রাবাদের রাজপরিবারের বংশধর তথা বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে। সিরিজটির নাম ‘স্টারডাস্ট’।
আরও পড়ুন: জন্মদিন নতুন ছবির ঘোষণা, দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন হৃতিক

তাঁর ক্যারিয়ারে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন প্রসেজিৎ। সেই তালিকায় জুহি চাওলা, নীলম, মন্দাকিনীও রয়েছেন। কিন্তু এসময়ের নায়িকাদের মধ্যে অদিতি রাওয়ের সঙ্গে জুটি বাঁধায় অনুরাগীরা রীতিমত উৎসাহী।
আরও পড়ুন: এবার বিগ বি’কে নিয়ে বিতর্কে জড়ালেন কঙ্গনা

পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে এবার পর্দায় ফুটিয়ে তুলবেন ছবির জগতের হাঁড়ির খবর। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হবে এই ওয়েব সিরিজ। তবে বর্তমান পরিস্থিতি নয়, ৪০-এর দশক থেকে কাহিনী শুরু হবে বলেই খবর।