Mysepik Webdesk: করোনার তৃতীয় ঢেউ শুরু হতেই রাজ্যে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। নির্ধারিত সময়ের জন্য হলেও অন্যান্য পরিষেবা স্বাভাবিকভাবে চলছে। তবে, স্কুল কেন বন্ধ করে রাখা হয়েছে? কেন এত শিক্ষার্থীর ভবিষ্যৎ দুর্বল করে দেওয়া হচ্ছে? স্কুল খুলতে রাজ্য সরকারকে সুনির্দিষ্ট নীতি তৈরি করতে হবে। বৃহস্পতিবার এই দাবিতেই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের রাজ্য সভাপতি সৌমেন হালদার।
আরও পড়ুন: দিল্লিতে বাতিল, সাধারণতন্ত্রের দিন রেড রোডেই দেখা যাবে নেতাজির ট্যাবলো
দিন দুই আগে ওই একই দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। অর্থাৎ একই বিষয় নিয়ে পর পর দু’টি জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় মামলায় আবেদন করেছিলেন, লকডাউনে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার জন্য অনেক পড়ুয়াই পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাদের পুনরায় স্কুলে যাওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার। আইনজীবীদের একাংশের মত, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দু’দিন দু’টি জনস্বার্থ মামলা শুক্রবার একসঙ্গেই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে উঠতে পারে।