পুজোর বোনাস তো রয়েছেই, সঙ্গে জোড়া বেতন হাতে পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা

Mysepik Webdesk: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে এবার আগেভাগেই সরকারি কর্মীদের বোনাসের কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বোনাস পাওয়ার পাশাপাশি জোড়া মাইনে হাতে পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীরা। অক্টোবর মাসে পুজো। আর সেই সময় ছুটি থাকবে একাধিক সরকারি অফিস। সেই কারণে কর্মীদের যাতে মাইনে পেতে কোনও অসুবিধা না হয়, তার জন্য অক্টোবর মাসের বেতন আগেভাগেই দিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার।
আরও পড়ুন: দুর্গা দশমীর শেষে আরেক দুর্গাপুজো
আসলে প্রতি মাসের এক তারিখেই বেতন পেয়ে থাকেন রাজ্য সরকারের কর্মীরা। সেই ক্ষেত্রে এবছর যেহেতু ৩০ অক্টোবর লক্ষ্মী পুজোর ছুটি রয়েছে, সেহেতু উৎসবের মাসে যাতে বেতন পেতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতেই অক্টোবরের আগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের অর্থদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ থেকে ২৯ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে।