দ্রুত হচ্ছে রিফান্ড: আয়কর বিভাগের ১.৯৮ লক্ষ কোটি টাকা ফেরত, টাকা পেয়েছেন ১.৯৫ কোটি মানুষ

Mysepik Webdesk: আয়কর বিভাগ চলতি অর্থবছরে ১.৯৫ কোটি ট্যাক্স দেওয়া করদাতাদের ১.৯৮ লক্ষ কোটি টাকা রিফান্ড করেছে। এর মধ্যে ৭০ হাজার ৫৭২ কোটি টাকা ব্যক্তিগত আয়কর হিসাবে ফেরত দেওয়া হয়েছে। আয়কর বিভাগ জানিয়েছে যে, ১.৯২ কোটি করদাতাদের ব্যক্তিগত আয়কর ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে, কর্পোরেট ট্যাক্স মামলায় ২.১৯ লক্ষ ক্ষেত্রে ১.২৭ লক্ষ কোটি টাকার ট্যাক্স রিফান্ড হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (সিবিডিটি) মোট ১ লাখ ৯৮ হাজার ১০৬ কোটি টাকা কর ফিরিয়ে দিয়েছে। এই অর্থ ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রতিযোগীদের পেছনে ফেলে নয়া চমক এয়ারটেল-এর

এর আগে আয়কর বিভাগ চলতি অর্থ বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত ৮৯ লাখেরও বেশি করদাতাকে ১.৪৫ লক্ষ কোটি টাকার বেশি ফেরত দিয়েছে। এর মধ্যে পার্সোনাল ইনকাম ট্যাক্স (পিআইটি) রিফান্ড অন্তর্ভুক্ত রয়েছে। ২০২০-র ১ এপ্রিল থেকে ৮ ডিসেম্বরের মধ্যে ৮৯.২৯ লক্ষ করদাতাদের রিফান্ড করা হয়েছিল। এর আগে ১ এপ্রিল থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আয়কর বিভাগ প্রায় ৫৯.৬৮ লাখ করদাতাদের ১.৪০ লাখ কোটি টাকা ইনকাম ট্যাক্স রিফান্ড করেছিল। এর মধ্যে পার্সোনাল ইনকাম ট্যাক্স (পিআইটি)-এর ৩৩.১০ হাজার কোটি টাকা এবং কর্পোরেট ট্যাক্স ফেরতের ১.০২ লক্ষ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য যে, ২০২০-২১ অর্থ বছরের জন্য আইটিআর (ইনকাম ট্যাক্স রিটার্ন) দাখিলের শেষ তারিখটি বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২০ করা হয়েছিল। এটি পরে বাড়িয়ে ১০ জানুয়ারি করা হয়েছিল।