Mysepik Webdesk: পেগোসাস কান্ড নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছিল বিশেষ তদন্ত কমিটি। এবার সেই কমিটি জিজ্ঞাসাবাদের জন্য ৩১ জনকে তলব করেছে। শীঘ্রই আরও কয়েকজনকে তলব করার কথা চিন্তাভাবনা করছে তদন্তকারী দলটি। ওই ৩১ জনের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁদের মধ্যে দু’জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং একজন দিল্লি থেকে আসছেন। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের বয়ান রেকর্ড করা হবে।
আরও পড়ুন: বকেয়া পুরো না মেটালে পুরভোটে বাস নয়, স্পষ্ট জানাল মিনিবাস সংগঠন
প্রসঙ্গত, গত জুলাই মাসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই-প্রোফাইলদের ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করার নির্দেশ দিয়েছিলেন। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। এই কমিটি দ্রুত তাদের তদন্তের কাজ শেষ করে রাজ্য সরকারকে সেই রিপোর্ট জমা দেবে।
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ নেতা যশবন্ত সিনহা
কয়েকমার আগে ‘The Wire’ নামে একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, বাংলার একুশের বিধানসভা নির্বাচনের বহু আগে থেকেই Pegasus স্পাইওয়্যারটি ব্যবহার করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মোবাইলে হানা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাঁদের কথোপকথনের ওপর আড়ি পাতা হয়েছিল। সেই তালিকায় নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।