Mysepik Webdesk: যতদূর চোখ যায়, রাস্তার ওপর পড়ে রয়েছে টাকা। যেন কিছুক্ষন আগেই টাকার বৃষ্টি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই রাস্তার ওপর সেই টাকা কুড়োতে ভিড় করেছে আমজনতা। কেউ কেউ টাকা সংগ্রহ করে পকেটে ঢোকাচ্ছেন, আবার কেউ কেউ আনন্দে টাকা ওড়াচ্ছেনও। চাঞ্চল্যকর দৃশ্যের ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে। কিন্তু, কথা থেকে এলো এতো টাকা?
আরও পড়ুন: জীবন বাজি রেখে রেল লাইনের ধারে ভিডিও শ্যুট, মর্মান্তিক পরিণতি যুবকের
জানা গিয়েছে, সান ডিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশনে এই টাকা গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনওভাবে গাড়ির একটি দরজা খুলে গিয়ে বস্তার ভেতর থেকে সেই টাকা ছড়িয়ে পড়ে রাস্তায়। সেই নোট কুড়োনো ব্যক্তিরা অবশ্য কেউই সেই টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন না। কারণ, প্যাট্রোল অফিসার হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা নোট কুড়িয়েছেন, তাঁদের তা ফেরত দিয়ে দিতে হবে। অন্যথায় চুরির দায়ে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে।