অমিত শাহের ফোন পেয়ে আজই বিশেষ বিমানে দিল্লি রওনা হচ্ছেন রাজীব

Mysepik Webdesk: আজ অমিত শাহের হাওড়াতে সভায় আসার কথা ছিল। সেখানেই অমিত শাহের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীদের। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে অমিত শাহের বঙ্গসফর বাতিল করা হয়েছে। তাই বিশেষ বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হল। রাজীবের সঙ্গে দিল্লি যাচ্ছেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তী। সূত্রের খবর, এদিন দিল্লিতেই অমিত শাহের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগদান করতে পারেন।
আরও পড়ুন: অমিত শাহের বঙ্গ সফর বাতিল

জানা গিয়েছে, শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। সেই ফোনেই তাঁদেরকে দিল্লি যাওয়ার কথা জানানো হয়। শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়কেই নয়, দিল্লি যাওয়ার জন্য বলা হয় বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তীকেও। সূত্রের খবর, আজ অথবা আগামীকাল অমিত শাহ এবং জে পি নাড্ডাদের উপস্থিতিতেই বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেবেন তাঁরা। রবিবার দুপুরের মধ্যেই কলকাতায় ফিরে এসে তাঁরা হাওড়ার সভায় যোগ দেবেন।