জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Mysepik Webdesk: চলতি বছরে জানুয়ারী মাসের ৩০ তারিখ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তার মাত্র দু’দিনের মাথায় তাঁকে কেন্দ্রের তরফ থেকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। রবিবার ডুমুরজলায় বিজেপির সভা শেষে হাওড়ার বাঁকড়া-সহ বেশ কয়েকটি এলাকায় তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ হয়। তারপরেই নিরাপত্তার জন্য সোমবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। সোমবার রাজীববাবু নিজেই জানিয়েছেন একথা।
আরও পড়ুন: হাঁড় কাঁপানো ঠান্ডায় দক্ষিণবঙ্গের অবস্থা জবুথবু

নতুন নিরাপত্তা ব্যাবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সর্বক্ষন থাকবেন একজন কমান্ডান্ট-সহ সিআরপিএফ-এর ২৪ জন জওয়ান। তবে এই প্রথম নয়, এর আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তাঁকেও দেওয়া হয়েছিল জেড প্লাস নিরাপত্তা, সঙ্গে একটি বুলেট প্রুফ গাড়ি। এছাড়াও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা শোভন চট্টোপাধ্যায়, অরিন্দম ভট্টাচার্যের মতো অনেক বিজেপি নেতাকেই কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়েছে।