বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব ব্যানার্জী

Mysepik Webdesk: মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর ইস্তফাপত্র পৌঁছে গিয়েছে রাজভবনে। পাশাপাশি তিনি তাঁর ইস্তফাপত্র পৌঁছে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে। বেশ কিছুদিন ধরেই তিনি দলবিরোধী মন্তব্য করে আসছিলেন। আর তাঁর সেই মন্তব্য নিয়েই শুরু হয়েছিল আশঙ্কা। ফেসবুক লাইভ আসার পর থেকে সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অবশেষে বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি।
আরও পড়ুন: ট্যাব এবং স্মার্টফোন কেনার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০

এই নিয়ে রাজীবের পদত্যাগের এক মাসের মধ্যে তিনজন রাজ্যমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। যদিও তিনি তাঁর পদত্যাগ করার কারণ উল্লেখ করেন নি। পদত্যাগ করার পরেই তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানেই তিনি তাঁর পদত্যাগের কথা জানান। মন্ত্রিত্ব ছাড়ার পরই তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।