বিধায়ক পদ থেকেও ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের

Mysepik Webdesk: গত শুক্রবার, অর্থাৎ ২২ জানুয়ারি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ঠিক এক সপ্তাহ পরে এবার বিধায়কের পদও ছাড়লেন তিনি। বিধানসভায় গিয়ে আজ তিনি অধ্যক্ষের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য যে, গত ২১ জানুয়ারি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টা নাগাদ তিনি বিধানসভা এসে পৌঁছন। তারপরেই ইস্তফাপত্র তিনি স্পিকারের হাতে তুলে দেন। হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ছিলেন এই দুঁদে নেতা। এরপর রাজ্যের শাসক দলের সদস্যপদ থেকে ইস্তফা নেওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।