৪০ লক্ষ ট্র্যাক্টর নিয়ে সংসদে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাকেশ টিকায়েত

Mysepik Webdesk: কৃষি আইন নিয়ে ফের সরব হলেন কৃষকনেতা রাকেশ টিকায়েত। কেন্দ্রকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, কৃষি আইন যদি বাতিল না হয় তাহলে ৪০ লক্ষ ট্র্যাক্টর নিয়ে সংসদে যাবেন কৃষকরা। কৃষকদের পরবর্তী কর্মসূচি যে সংসদ অভিযান হতে চলেছে সে দিকে ইঙ্গিত দিয়ে টিকায়েত বলেন, “আমাদের পরবর্তী কর্মসূচি হবে সংসদ যাত্রা। কৃষি আইন যদি বাতিল না হয়, তবে ৪ লক্ষ নয়, ৪০ লক্ষ ট্র্যাক্টর নিয়ে সংসদে যাব।”
আরও পড়ুন: ফরিদাবাদে কর্পোরেশন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ: এনজিটি টিম ২৫ ফেব্রুয়ারি হট স্পট পরিদর্শন করবে

উল্লেখ্য যে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এর আগেও ক্ষোভ উগরে দিয়েছিলেন রাকেশ টিকায়েত। জ্বালানির দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অথচ শস্যের দাম বাড়েনি। তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বহুবার। এমনকী কেন্দ্র যদি এই পরিস্থিতি নষ্ট করে তাহলে তিনি পশ্চিমবঙ্গেও ট্র্যাক্টর নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এদিন টিকায়েতের হুঁশিয়ারি আদতে বুঝিয়ে দিল যে, কৃষি আইন বাতিল না করলে কোনোভাবেই সুর নরম করবে না কৃষকরা।