সুস্থতার পথ দেখাচ্ছে রক্ষাকর্তারাই! নদিয়ার ধুবুলিয়ায় ফিট ইন্ডিয়া ফ্রিডম রানে অংশগ্রহণ সেনা জওয়ানদের

নদিয়া, ৩০ সেপ্টেম্বর: কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। শরীর সুস্থ থাকলে তবেই পরিশ্রম করে উপার্জনের অর্থ সঠিক কাজে ব্যবহার হবে। নাহলে পুরোটাই চলে যাবে চিকিৎসকের কাছে। আবার শরীর ভাল না থাকলে মন সুস্থ থাকবে না। এই কথাগুলো আমাদের খুবই চেনা। কিন্তু প্রতিদিনের জীবনে চলার পথে আমরা সেই কথাগুলি অনেকেই মেনে চলি না।
আরও পড়ুন: মুম্বাই, দিল্লি নয়, বিশ্বের ১০০ বিজ্ঞান শহরের তালিকায় নাম উঠল কলকাতার
দেশের জওয়ানদের আমরা সকলে দেশের রক্ষাকর্তায় ভূমিকাতেই দেখতে অভ্যস্ত। কিন্তু শারীরিক সুস্থতাও তাদের কাছ থেকে শেখার মতো। কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা সবটাই আমাদের কাছে শিক্ষণীয়। এদিন নদিয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়ায় ১০৭নং ব্যাটেলিয়ান বিএসএফ এর উদ্যোগে বুলিয়া বিএসএফ ক্যাম্প থেকে সুজনপুর পর্যন্ত ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। বিএসএফের কমান্ডিং অফিসার সুনীল কুমার জানান, “সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে বিএসএফের অফিসার জওয়ানরা এই দৌড়ে সামিল হয়েছেন।”