কোভিড আক্রান্ত রকুল প্রীত সিং, জানালেন সোশ্যাল মিডিয়ায়

Mysepik Webdesk: শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণী তথা বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি তাঁর ভক্তদের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানান। পাশাপাশি তিনি যে কোয়ারেন্টাইনে রয়েছেন, সেই খবরও তিনি জানাতে ভোলেন নি। তিনি ইনস্টাগ্রামে লেখেন, “আমি সবাইকে জানাতে চাই, আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছি। আমি নিজেকে বিশ্রামের মধ্যে রাখব যাতে আবার সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারি। যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে পরীক্ষা করিয়ে নেবেন। ধন্যবাদ, সকলে সাবধানে থাকবেন।”
আরও পড়ুন: আচমকা সেটেই অসুস্থ মিঠুন চক্রবর্তী: শ্যুটিং শেষ করেই তবে ভর্তি হাসপাতালে

কিছুদিন আগেই তিনি মালদ্বীপে সপরিবারে সেখানে ছুটি কাটাচ্ছিলেন। সেখান থেকে তিনি অনেক ছবি তাঁর ভক্তদের জন্য শেয়ার করেন। পরে সেখান থেকে মুম্বাই ফিরে তিনি ‘মে ডে’ ছবির শুটিংয়ে ব্যাস্ত হয়ে যান। ‘মে ডে’ ছবিতে একজন বিমান চালকের ভূমিকায় দেখা যাবে রকুল প্রীতকে। ছবিটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন অজয় দেবগণ। অমিতাভ বচ্চনও অভিনয় করছেন এই ছবিতে। সবেমাত্রই শুরু হয়েছে ছবির শুটিং। আর তাঁর মধ্যেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।