ফের করোনা সারানোর নয়া ওষুধ নিয়ে হাজির রামদেব বাবা

Mysepik Webdesk: করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ভারতে। ইতিমধ্যেই ভারতে শুরু হয়ে গিয়েছে সেরাম ইনস্টিটিউটের বানানো কোভিশিল্ড টিকা। আর তাই মধ্যেই নতুন করোনা সারানোর নয়া ওষুধ নিয়ে হাজির হলেন যোগগুরু রামদেব বাবার আয়ুর্বেদিক সংস্থা পতঞ্জলি। শুক্রবার একটি অনুষ্ঠানে লঞ্চ করা হল পতঞ্জলির তৈরি করোনিল ট্যাবলেট। সংস্থার দাবি, এই ট্যাবলেট সারিয়ে দেবে করোনা সংক্রমণ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা পরিবহনমন্ত্রী নীতীন গড়করি। এই প্রসঙ্গে রামদেব বাবা জানান, “আমরা যখন করোনিলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে জীবনদান করার কাজ করেছিলাম তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন। আসলে কিছু মানুষ বিশ্বাস করেন, গবেষণা বোধহয় কেবল বিদেশেই হয়। এদিকে আয়ুর্বেদের গবেষণা নিয়েই অনেকেরই মনে সন্দেহ। তবে সেই সন্দেহের মেঘ এখন কেটে গিয়েছে।”
আরও পড়ুন: স্বাধীন ভারতে এই প্রথম ফাঁসি হতে চলেছে কোনও মহিলা অপরাধীর

প্রসঙ্গত, এই করোনিল ট্যাবলেটের জন্ম অবশ্য এখন নয়, গত বছরের ২৩ জুন এই নয়া করোনার ট্যাবলেট প্রচার করেছিলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে করোনা রোগীদের উপরে। সেই ট্রায়াল ১০০ শতাংশ সফল হয়েছে। কিন্তু ভারতীয় আয়ুষ মন্ত্রক জানিয়ে দিয়েছিল, ওই ওষুধ সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি। সুতরাং ওই ওষুধের অনুমোদন তারা দেবে না। আর তারপরেই সেই ওষুধকে করোনার ওষুধ নয়, শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ট্যাবলেট হিসেবেই বাজারে আনা হয়।