করোনা আক্রান্ত রণবীর কাপুর, সঞ্জয় লীলা বানসালি

Mysepik Webdesk: করোনার মামলাগুলি আবারও ফুলেফেঁপে উঠছে দেশে। মঙ্গলবার সকালে বলিউড অভিনেতা রণবীর কাপুরের করোনা পজিটিভ হওয়ার খবরের পর চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালিও করোনার কবলে পড়েছেন বলে জানা গেছে। এই খবরের পরে ভক্তরা এখন আলিয়া ভাটের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। উল্লেখ্য যে, সম্পর্কে রণবীরের স্ত্রী হলেন আলিয়া। অন্যদিকে, সঞ্জয় বর্তমানে বাড়িতে সুরক্ষিত এবং চিকিৎসাধীন রয়েছেন।

সঞ্জয় লীলা বানসালি করোনা পজিটিভ হওয়ার পরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি’ ছবির শ্যুটিং বন্ধ হয়ে গেছে। ছবির সঙ্গে যুক্ত সকলেরই করোনা টেস্ট হবে। অন্যদিকে, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। জানা গিয়েছে যে, সঞ্জয়ের স্বাস্থ্যের অবনতি ঘটার পর তিনি কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালি তাঁর জন্মদিন উদযাপন করেছিলেন, এতে আলিয়া ভাটকেও দেখা গিয়েছিল। এ উপলক্ষে মুক্তি পেয়েছে গঙ্গুবাই কাঠিয়াওয়াদি ছবির টিজার। টিজারে ভক্তরা এখন পর্যন্ত আলিয়া ভাটকে তাঁর কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী রূপে দেখতে পেয়েছেন। ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি টিজার দেখে প্রত্যেকে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ।