নতুন বছরে প্রাক্তনের সঙ্গে একই ফ্রেমে রণবীর, ভাইরাল ছবি

Mysepik Webdesk: নতুন বছরের ছুটি কাটাতে রণবীর কাপুর সপরিবারে হাজির হয়েছেন জয়পুরে। প্রাইভেট বিমানে রওনা দেওয়ার আগে রণবীর-আলিয়ার সঙ্গে এয়ারপোর্টে লেন্সবন্দি হন নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, জামাইবাবু ভরত সাহানি ও ভাগ্নি সামারা।
আরও পড়ুন: দীপিকার পাশাপাশি এই তারকারাও সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট ডিলিট করেছে

আর এবার রণথম্ভোরে রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে দেখা গেল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে। ছবিতে প্রক্তনীর সঙ্গে বেশ খোশ মেজাজেই পোজ দিয়েছেন রণবীর। এই ছবি ইন্টারনেট দুনিয়ায় আসতেই ফের গুঞ্জন শুরু হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে রণবীর,আলিয়া কি পরিকল্পনা করেই রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণথম্ভোরে বেড়াতে গিয়েছেন? যদিও রণবীর সিং স্পষ্টভাবে জানান, তাঁরা কোনও পরিকল্পনা করেননি রণথম্ভোরে গিয়ে আচমকাই রণবীর, আলিয়াদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: নতুন সম্পর্ক বি-টাউনে? গোপনে মালদ্বীপ অনন্যা-ঈশান

তবে রণবীর কাপুরের সপরিবারে ঘুরতে যাওয়া নিয়ে কৌতূহল দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। ফের চর্চায় ‘রালিয়া’র বিয়ে। ভক্তরা রণবীর-আলিয়াকে ভালোবেসে এই নামেই ডাকেন।সম্প্রতি নিজের মুখে রণবীর কাপুর জানিয়েছেন যে, করোনা বাঁধা হয়ে না দাঁড়ালে চলতি বছরেই আলিয়ার সঙ্গে বিয়ের পর্ব সেরে ফেলতেন। তবে তাদের বাগদান নিয়ে যে জল্পনা চলছিল তাতে রণবীর কাপুর নিজেই জল ঢেলে দিয়ে জানান এই মুহূর্তে বাগদানের কোনও সম্ভাবনা নেই।