১৭ তারিখ বিসিসিআইয়ের মিটিংয়ে রঞ্জি এবং আইপিএল নিয়ে আলোচনা

Mysepik Webdesk: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-এর অ্যাপেক্স কাউন্সিলের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি। এই মিটিংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আইপিএল সম্পর্কে ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনা করবে। এছাড়াও সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রস্তুত বায়ো সুরক্ষিত বলয়ে রঞ্জি ট্রফি আয়োজন করা যাবে কিনা, তা নিয়েও আলোচনা হবে।
আরও পড়ুন: আগের কোভিড পজিটিভ রিপোর্ট ভুল, থাইল্যান্ড ওপেনে সফর জারি থাকবে সাইনা-কাশ্যপ-প্রণয়ের

এই বৈঠকে ৭টি প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হবে, যার মধ্যে ঘরোয়া টুর্নামেন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিসিআইয়ের সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, “ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফি অনুষ্ঠিত হওয়ার ৯০% সম্ভাবনা রয়েছে। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হয়েছে ৬ বায়ো বলয়। এতে রঞ্জি ট্রফিও আয়োজন করানো যায়। এর জন্যও পাঁচ গ্রুপে ৬টি করে টিম এবং একটি গ্রুপে ৮টি দল থাকবে।”