কলকাতা থেকে আইএফএ শিল্ড ঘরে নিয়ে গেল রিয়াল কাশ্মীর

Mysepik Webdesk: ১২৩তম আইএফএ শিল্ড জিতে নিলো রিয়াল কাশ্মীর। যুবভারতী ক্রীড়াঙ্গনে এ-দিন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে তারা ২-১ গোলে এই ঐতিহাসিক শিল্ড জিতে নেয়। ম্যাচের ৩৬ মিনিটে লুকম্যানের গোলে এগিয়ে যায় কাশ্মীর। যদিও দ্বিতীয়ার্ধ শুরু হতে ম্যাচে ফিরে আসে জর্জ টেলিগ্রাফ। ৪৮ মিনিটে গৌতম দাস সমতায় ফেরান জর্জ টেলিগ্রাফকে।
আরও পড়ুন: সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল ভারত, দেখে নিন টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন স্কোরগুলি
যদিও জর্জের এই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাটসন রবসনের গোলে ৫৯ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় কাশ্মীর। এরপরে অবশ্য গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে কলকাতার ক্লাবটি। ৭৮ মিনিটে পেনাল্টি পায় তারা। বিবেক সিংকে পেনাল্টি বক্সে ফাউল করেন রবসন। রেফারি প্রাঞ্জল ব্যানার্জি পেনাল্টি দিতে কোনও ভুল করেননি।
আরও পড়ুন: অজি পেসারদের দাপটে ভারত দুঃস্বপ্নের ২৬/৮
৭৯ মিনিটে পেনাল্টি মিস করেন তন্ময় ঘোষ। সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ মিসের পরও হাল ছেড়ে দেয়নি জর্জ। ৮৮ মিনিটে বিবেক সিংয়ের ক্রস থেকে তন্ময় ঘোষের একটি হাফভলি বার উঁচিয়ে চলে যায়। এরপর ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও সমতায় ফিরতে পারেনি জর্জ টেলিগ্রাফ। ফলস্বরূপ, কলকাতা থেকে আইএফএ শিল্ড এবার চলে গেল কাশ্মীরে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন রিয়াল কাশ্মীরের মিঠুন সামন্ত।