আইপিএল উদ্বোধনী ম্যাচে রেকর্ড, ম্যাচ দেখেছেন অন্তত ২০ কোটি মানুষ

Mysepik Webdesk: বহু জলঘোলার পর অবশেষে দুবাইয়ে এই বছরের আইপিএল শুরু হয়েছে। তবে ভারতে ম্যাচগুলি অনুষ্ঠিত না হলেও আইপিএলের জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি, তা বোঝা গেল উদ্বোধনী ম্যাচের দর্শকদের সংখ্যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় সহ একটি টুইট করে জানিয়েছেন, শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখেছেন অন্তত ২০ কোটি দর্শক।
আরও পড়ুন: আইপিএল: কোটিপতি কোহলি-ওয়ার্নারকে পিছনে ফেললেন লাখপতি দেবদত্ত-নটরাজন
করোনা যেভাবে ভারতে বিস্তার লাভ করেছে তাতে অনেকেরই মনে হয়েছিল, এবছর হয়তো আর IPL হবে না। তবে বিসিসিআই-এর চেষ্টায় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে অবশেষে শুরু হয়েছে IPL ম্যাচ। যদিও এই ম্যাচ করোনার কারণে মাঠে গিয়ে দেখা সম্ভব নয়, সেহেতু IPL -এর ম্যাচগুলি দেখার জন্য একমাত্র ভরসা বিভিন্ন অনলাইন বা ওটিটি প্লাটফর্ম। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল এর তথ্য অনুযায়ী আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখেছেন ২০ কোটি মানুষ, যা বিশ্বে খেলাধুলার দুনিয়ায় এক নতুন রেকর্ড তৈরি করল।