রেকর্ড দাম বাড়ল পেট্রোলের

Mysepik Webdesk: ফের পর পর দু’দিন দাম বাড়ল পেট্রল ডিজেলের। গতকাল অর্থাৎ বুধবার পেট্রোলের দাম রেকর্ড বৃদ্ধি হয়েছে। এ দিনও সেই ধারা অব্যাহত। মূলত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির মূল্যবৃদ্ধির ফলে পরিবর্তন হয় পেট্রল-ডিজেলের দাম। প্রতিদিন ভোর ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়। আর সেই কারণেই বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হারে দাম বৃদ্ধি হতে থাকলে তা কিছুদিনের মধ্যেই বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর প্রভাব ফেলবে। এ দিনও দেশের সাক্বতী শহরে প্রায় ২৫ পয়সা পর্যন্ত বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন শহরে পেট্রল ডিজেলের কী দাম হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনা পাবে ৮৩টি তেজস বিমান, ৪৮ হাজার কোটি টাকার চুক্তিতে কেন্দ্রীয় অনুমোদন

পেট্রোলের দাম:
শহর | দাম |
দিল্লি: | ৮৪.৭০ টাকা |
কলকাতা: | ৮৬.১৫ টাকা |
মুম্বই: | ৯১.৩২ টাকা |
চেন্নাই: | ৮৭.৪০ টাকা |
আরও পড়ুন: এবার রাজাধানীতে নেতাজির ১২৫তম জন্মদিবস পালনে উদ্যোগী অবস্থানরত কৃষকরা
ডিজেলের দাম:
শহর | দাম |
দিল্লি: | ৭৪.৮৮ টাকা |
কলকাতা: | ৭৮.৪৭ টাকা |
মুম্বই: | ৮১.৬০ টাকা |
চেন্নাই: | ৮০.১৯ টাকা |