ক্রিকেট থেকে অবসর ‘নৈছনপুর এক্সপ্রেস’ অশোক দিন্দার

Mysepik Webdesk: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অশোক দিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় সিএবি-তে সাংবাদিক বৈঠকে তিনি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ ২১ বছরের ক্রিকেট কেরিয়ার শেষ করে ‘নৈছনপুর এক্সপ্রেস’ খ্যাত এই বোলার বলেন যে, ‘‘আর সম্ভব নয়। গুডবাই জানাতেই হল ক্রিকেটকে।
আরও পড়ুন: অশালীন মন্তব্যের জেরে চাকরি গেল ওড়িশা এফসি-র কোচের

বাংলা ক্রিকেটে ৩৬ বছর বয়সি এই বোলারের অবদান অনস্বীকার্য। ২০০৫ সালে বাংলার জার্সিতে অভিষেক হয় অশোক দিন্দার। প্রথম শ্রেণির ১১৫টি ম্যাচের তিনি ৪১৭টি উইকেট পেয়েছেন। আইপিএলেও বেশকিছু ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছিলেন তিনি। জাতীয় দলেও সুযোগ মিলেছিল তাঁর। ভারতীয় দলের জার্সি গায়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে, জিম্বাবোয়ের বিপক্ষে ২০১০-এ খেলেছিলেন প্রথম একদিনের ম্যাচ। দেশের হয়ে খেলেছেন ১৩টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ। যদিও ভারতীয় দলে টানা খেলতে পারিনি বলে আক্ষেপ রয়ে গিয়েছিল তাঁর। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীকে পাশে নিয়ে দিন্দা ক্রিকেটকে আলবিদা জানান। সিএবি তাঁকে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত করার ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর।
