অবশেষে জামিনে মুক্ত সুশান্ত মৃত্যু রহস্যের মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী

দীর্ঘ ২৯ দিন জেলে কাটানোর পর অবশেষে জামিনে মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী। এদিন মুম্বই হাইকোর্ট রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছে। তবে রিয়া জামিন পেলেও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী এবং আরও এক অভিযুক্ত আবদুল বাসিত অবশ্য জামিন পাননি। তাঁরা আপাতত আরও কিছুদিন জেল হেফাজতেই থাকবেন। রিয়ার পাশাপাশি এদিন স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বাড়ির রাঁধুনি ও ম্যানেজার দীপেশ সাওয়ান্তও জামিন পান।
আরও পড়ুন: ‘BOLD’ সিনে অসম্ভব সাবলীল স্বপ্না এবার আসছে বিগ বসের ঘরে
এক লক্ষ টাকার বন্ডে এদিন মুম্বই হাইকোর্টের জাস্টিস এস ভি কোতওয়াইয়ের সিঙ্গল বেঞ্চ রিয়া চক্রবর্তীকে জামিন দিয়েছে। তবে রিয়াকে আদালতের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র মুম্বই থাকতে হবে। মুম্বইয়ের বাইরে যেতে হলে তাঁকে তদন্তকারীদের অনুমতি নিতে হবে। দশদিন বাদে তাঁকে থানায় হাজিরা দিতে হবে।
আরও পড়ুন: সিনেমা হল খুলতে কী কী নিয়ম মেনে চলতে হবে, জানিয়ে দিল কেন্দ্র