যাদবপুর ইউনিভার্সিটির সামনে এসএফআই-এর রাস্তা অবরোধ

Mysepik Webdesk: ডিওয়াইএফআই-এর নেতা মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুতে রাজ্যেজুড়ে বিক্ষোভ শুরু করেছে সিপিআইএমের যুব সংগঠন। সোমবার সকালে কলকাতার একটি নার্সিংহোমে মৃত্যু হয় ৩১ বছর বয়সি মইদুলের। এদিন দুপুরে যাদবপুর ইউনিভার্সিটির সামনে এসএফআই-এর পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। ইউনিভার্সিটির সামনে রাস্তার ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয় এসএফআই-এর পক্ষ থেকে।
আরও পড়ুন: আমি সারা বছর রাজনীতি করি না, মানুষের জন্য কাজ করি: অরূপ বিশ্বাস
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বাম ও কংগ্রেসের যৌথ নেতৃত্বে নবান্ন অভিযান হয়। এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেন বাঁকুড়ার ডিওয়াইএফআই-এর যুবনেতা মইদুল ইসলাম মিদ্দা। নবান্ন অভিযানের সময় পুলিশের আক্রমণের শিকার হন মইদুল। পুলিশের লাঠির আঘাতে তাঁর পেশির ওপর চাপ পড়ে এবং তার ইউরিন দিয়ে রক্ত বের হতে শুরু করে। কিডনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে আদিগঙ্গায় নেমে নজিরবিহীন প্রতিবাদ অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকদের