মেসি-রোনাল্ডোদের আধিপত্যের অবসান ঘটিয়ে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন রবার্ট লেভানদোস্কি

Mysepik Webdesk: ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন পোল্যান্ডের রবার্ট লেভানদোস্কি। এর সঙ্গে ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার মেসি-রোনাল্ডোদের আধিপত্যের অবসান ঘটিয়ে বছরের সেরা ফুটবলার হয়েছেন। বৃহস্পতিবার জুরিখে অনুষ্ঠিত ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন। লেভানদোস্কিকে ফিফার এই পুরস্কারের প্রবল দাবিদার ছিলেন।
আরও পড়ুন: ভারতের প্যারালিম্পিক কমিটির উপর থাকা নিষেধাজ্ঞা সরিয়ে নিল ক্রীড়া মন্ত্রক
ভোটিংয়ের মাধ্যমে বিজয়ীকে নির্বাচিত করা হয়েছিল। বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ সেরা করা পিছনে এই পোলিশ ফুটবলার অন্যতম ভূমিকা নিয়েছিলেন। তাছাড়াও বায়ার্ন মিউনিখকে জার্মানি লিগ, জার্মান কাপ এবং উয়েফা সুপার কাপ জিততে সহায়তা করেছিলেন তিনি। পোল্যান্ড জাতীয় দলের অধিনায়ক বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০২০ মরশুমে ৪৭টি ম্যাচে ৫৫ গোল করেছেন।
