ছোটবেলা থেকেই নেতৃত্ব দেওয়ার গুণ ছিল রোহিতের, জানালেন ছোটবেলার কোচ দীনেশ লাদ

Mysepik Webdesk: মুম্বই ইন্ডিয়ন্সকে পঞ্চম আইপিএল খেতাব জিতিয়ে ইতিহাস সৃষ্টি করা রোহিত শর্মা আবারও তাঁর ক্যারিশ্মাটিক অধিনায়কত্বের ঝলক দেখিয়েছেন। রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাদ জানিয়েছেন যে, স্কুলের সময় থেকেই ম্যাচ এবং অধিনায়কত্বের অনন্য গুণ তাঁর ছিল। মুম্বইয়ের পাঁচ উইকেটে জয়ের নেপথ্যে ছিল রোহিতের দক্ষ অধিনায়কত্ব। তাছাড়াও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফাইনালে হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত। পাঁচটি শিরোপা পেয়ে তিনি আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কও। লাদ ভারতীয় দলের সীমিত ওভারের সহ-অধিনায়ককে নিয়ে আসন্ন বই ‘দ্য হিটম্যান: দ্য রোহিত শর্মা স্টোরি’-তে বলেছেন, “স্কুলজীবনেও রোহিত একক দক্ষতায় ম্যাচ জেতাত। ওর নেতৃত্বগুণও ছিল। সে উইকেট নিত। একইসঙ্গে সেঞ্চুরিও করত। আমি তাকে নবম শ্রেণিতেই স্কুল দলের অধিনায়ক করে দিয়েছিলাম।”
আরও পড়ুন: বিশ্বের সেরা টি-২০ ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ন্স, বললেন বীরু

দীনেশ লাদ আরও বলেন, “রোহিত অত্যন্ত আক্রমণাত্মক ছিল। যে সবসময়েই জিততে চাইত। সেই জয়ের ওর অবদানও রাখত। আমি সবসময় তাকে ক্রিজে শান্ত হওয়ার পরামর্শ দিতাম। কারণ ওর টেকনিক খুব নিখুঁত ছিল। একবার ক্রিজে জমে যাওয়ার পরে ওকে আউট করা অসম্ভব হত।” বিখ্যাত ক্রিকেট লেখক বিজয় লোকপল্লি এবং জি কৃষ্ণনের রচিত এই বইটিতে রোহিতের গোল্ডেন জার্নির অনেকগুলি অনুচ্চারিত দিক উন্মোচিত হয়েছে। এর সঙ্গে তাঁর সহযোগী খেলোয়াড়, কোচ এবং বন্ধুরাও তাঁর সম্পর্কে তাঁদের মতামত প্রকাশ করেছেন। ব্লুমসবারি প্রকাশনার এই বইটি ১৮ নভেম্বর প্রকাশিত হবে।