Mysepik Webdesk: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চলছে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজ। সিরিজের প্রথম দুই টেস্টে খারাপভাবে পরাজিত হয়েছে ইংল্যান্ড। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। জো রুটের নেতৃত্বাধীন ব্রিটিশ দল হেরে গেলে সিরিজ হারতে হবে। গত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলেছে, ইংল্যান্ড দল অ্যাশেজ সিরিজ হারলে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে জো রুটকে। এ-নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ জো রুট।
অ্যাশেজ সিরিজের পর তাঁর অধিনায়কত্ব হারানোর খবর শুক্রবার উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এমসিজি টেস্টে জয়ের দিকেই তাঁর মনোযোগ রয়েছে। এক সংবাদমাধ্যমকে রুট বলেন, “আমি শুধু একটা বিষয় নিয়েই চিন্তিত, আর সেটা হল জয়। মেলবোর্ন টেস্টে আমাদের ভালো শুরু করতে হবে। খেলার প্রথম কয়েক ঘণ্টায় আরও ভালো করতে হবে।”