দুই অলিম্পিকে ‘দেশ’ হিসাবে অংশ নিতে পারবে না রাশিয়া: বাজবে না জাতীয় সংগীত, উড়বে না পতাকা

Mysepik Webdesk: ‘রসিয়া – সভ্যসচেন্নায় নাশা দেড়জহাব/ রসিয়া – ল্যুবিমায়া নাশা স্ট্রেন…’ কি, অবাক হচ্ছেন? ভাবছেন, এ আবার কেমন ভাষা? উদ্ধৃতাংশটি রাশিয়ার জাতীয় সংগীত, যা আসন্ন দুই অলিম্পিকে বাজানো হবে না। কেবল তাই নয়, দেশ হিসাবে রাশিয়া ২০২১ টোকিও অলিম্পিক এবং বেজিং শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারবে না। এই দু’টি মেগা টুর্নামেন্টে রাশিয়ার পতাকা ও জাতীয় সংগীতও নিষিদ্ধ থাকবে। তবে, রাশিয়ার সমস্ত খেলোয়াড়ই অলিম্পিকে স্বাধীনভাবে অংশ নিতে পারবেন। এ-কথা জানিয়ে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
আরও পড়ুন: ‘মনে হল দ্বিতীয়বার পা হারিয়েছি’: কৃষকদের সমর্থনে পদক ফিরিয়ে বললেন প্যারা অ্যাথলেট মুকেশ কুমার

বৃহস্পতিবার এক রায়ে খেলাধুলার বৃহত্তম এই আদালত রাশিয়ার উপর দু’বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার বিরুদ্ধে ডোপিং বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে যে খেলোয়াড়রা ডোপিংয়ের সঙ্গে জড়িত নন, তাঁরা অলিম্পিকে স্বাধীনভাবে অংশ নিতে পারবেন। ওয়ার্ল্ড ডোপিং এজেন্সি তাদের তদন্তে জানতে পেরেছিল যে, রাশিয়ান কর্তৃপক্ষ ডেটাবেসে হস্তক্ষেপ করেছে। যার পরে রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। রাশিয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তারা বিষয়টি সিএএস-তে নিয়ে যায়। ক্রীড়া আদালত রাশিয়ার নিষেধাজ্ঞাকে চার বছর থেকে কমিয়ে দুই বছর করেছে। তবে শাস্তির মেয়াদ কমলেও স্বস্তি মিলল না আদালতের নতুন রায়ে। যার ফলে আগামী দুই অলিম্পিকে বাজবে না রাশিয়ান জাতীয় সংগীত, উড়বে না রাশিয়ান নিশান।