Mysepik Webdesk: কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের অভিনেত্রী ওকসানা শভেটস নিহত হয়েছেন। ওকসানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর দল ইয়ং থিয়েটার। তারা একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে লেখা ছিল, “ইউক্রেনের একজন যোগ্যতাসম্পন্ন শিল্পী, ওকসানা শভেটস কিয়েভের একটি আবাসিক ভবনে রকেট হামলার সময় নিহত হয়েছেন।”
আরও পড়ুন: মৃতদেহগুলোকে গণকবরে দাফন করা হচ্ছে, ইউক্রেন থেকে উঠে এলো মর্মান্তিক চিত্র
হলিউড রিপোর্টার অনুসারে, ওকসানার বয়স ছিল ৬৭ বছর। তিনি ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অফ ইউক্রেন’ পেয়েছিলেন। কিয়েভ পোস্টও টুইটারে হামলায় ওকসানার মৃত্যুর খবরটি দিয়েছে। তারা লিখেছে, “যুব থিয়েটার অভিনেত্রী ওকসানা শ্বেতস যুদ্ধের সময় কিয়েভে খুন হয়েছেন।” তাঁর মৃত্যুতে ইউক্রেনের শিল্পীমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ওকসানার ‘টুমরো উইল বি টুমরো’, ‘রিটার্ন অফ মুখতার’, ‘সিক্রেট অপ সেন্ট প্যাট্রিক’ ইত্যাদি ছবি টেলিভিশন শো ‘হাউজ উইথ লিলি’ দর্শকদের মন জয় করে নিয়েছিল।