সঞ্জু স্যামসনের প্রশংসায় শচীন

Mysepik Webdesk: রাজস্থান রয়্যালসের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন আরও একবার দুর্দান্ত পারফরম্যান্স করলেন। তিনি আইপিএলের ১৩তম আসরের চতুর্থ ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটি মারকাটারি ইনিংস খেলেছেন। সঞ্জু গতকাল করেছিলেন ৩২ বলে ৭৪ রান। তাঁর ইনিংসে ছিল ৯টি ছক্কা।
আরও পড়ুন: ছক্কা মেরে বল মাঠের বাইরে পাঠালেন ধোনি, বল নিয়ে গেল পথের কেউ
এই ইনিংস দেখার পরে ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকার সঞ্জু স্যামসনের প্রশংসা করেছেন। শচীন টুইট করে লিখেছেন, “স্যামসাং তাঁর ব্যাটিংয়ের সময় যে সমস্ত শট নিয়েছিলেন, তা একদম ক্লিন ছিল। সমস্ত শট ছিল ক্রিকেটের সেরা শট। সেখানে কোনও রকম স্লগ ছিল না।”