Latest News

Popular Posts

পুজো দিয়ে বিতর্কে সইফ কন্যা

পুজো দিয়ে বিতর্কে সইফ কন্যা

Mysepik Webdesk: পুজো দিয়ে বিতর্কে জড়ালেন সইফ আলি খানের কন্যা তথা বলি অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি তিনি আসামে গিয়েছিলেন। সেখানকার বিখ্যাত মন্দিরে তাঁকে পূজা দিতে দেখা গিয়েছে। সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই যত বিপত্তি। অভিনেত্রীর সেই পোস্ট করা ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এতেই বিতর্কের মুখে পড়েন তিনি। ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে, সাদা কুর্তি-পাজামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের বিখ্যাত ও পারম্পরিক পোশাক গামছা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।”

আরও পড়ুন: মুক্তি পেল ‘ভুজ’এর ট্রেলার

এদিন ওই ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করার পর নেটিজেনদের রোষের মুখে পড়েছেন সিম্বা খ্যাত অভিনেত্রী। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুৎসিত আক্রমণ করেছেন। আবার অনেকে সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন।আক্রমণকারীদের মধ্যে কেউ কেউ সারা আলী খানের ধর্ম বিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন। আপাতত এসব নিয়েই চলছে তর্ক-বিতর্ক। উল্লেখ্য, গত বছর ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বই গিয়েছিলেন সারা আলী খান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা অমৃতা সিং। শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নেন সারা। সেই সময় তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *