Mysepik Webdesk: বড়োসড়ো বিপদ থেকে বাঁচলেন বলিউড অভিনেতা সলমন খান। রবিবার সকালেই আসে দুঃসংবাদ। না, কোনও সিমেনার দৃশ্য নয়, বাস্তবেই তাঁকে সাপে কামড়েছে। জানা যায়, একটি সাপ তাঁকে কামড়েছে। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁকে কোনও বিষধর সাপে কামড়ায়নি। নিছকই একটি সাধারণ সাপের কামড় খেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসার কিছুক্ষনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: মুক্তির দিনই সোশ্যাল মিডিয়ায় ‘৮৩’ ছবিটির বয়কটের ডাক! কারণটা কী?
জানা গিয়েছে, ক্রিসমাসের দিন অভিনেতা তাঁর পানভেলের ফার্মহাউসে গিয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে ঘটে এই অঘটন। আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। সামনেই তাঁর নতুন ছবি ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ার কথা। এই পরিস্থিতিতে তিনি শুটিংয়ে আসতে পারবেন কিনা, সেটাই এখন লাখটাকার প্রশ্ন। স্বাভাবিক কারণেই প্রিয় অভিনেতার এই বিপদের খবরে চিন্তায় রয়েছেন তাঁর কোটি কোটি ভক্ত।