পর পর দু’বার Xiaomi কে হারিয়ে ভারতের স্মার্টফোনের বাজারে প্রথম Samsung

Mysepik Webdesk: এই নিয়ে পর পর দু’মাস ভারতের স্মার্টফোনের বাজারে Xiaomi কে হারিয়ে প্রথম হয়েছে Samsung। শুধু ভারত নয়, বিক্রির নিরিখে গত আগস্ট মাসে ভারত-সহ সারাবিশ্বে প্রথমস্থান আছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung। এই তথ্য জানিয়েছে Counterpoint নামক একটি সার্ভার সংস্থা। আবার অন্যদিকে Canalys নামক আরেকটি সংস্থা জানিয়েছে, শেষ ত্রৈমাসিকে ভারতে সর্বাধিক পরিমাণে স্মার্টফোনের বিক্রেতা Xiaom।
আরও পড়ুন: ফের জিও ধামাকা, মাত্র আড়াই হাজার টাকায় লঞ্চ করতে চলেছে 5G ফোন
Counterpoint এর সমীক্ষা অনুযায়ী, পরপর দুই বছর পিছিয়ে থাকার পর চলতি বছরে Samsung এর প্রায় ৩২ শতাংশ বিক্রি বেড়েছে। শুধু শেষ ত্রৈমাসিকেই Samsung ভারতীয় স্মার্টফোন বাজারের প্রায় ২৪ শতাংশ শেয়ার দখল করেছে, যেথানে Xiaomi -র বাজার শেয়ার ২৩ শতাংশ। অন্যদিকে ১৭, ১৬ ও ৮ শতাংশ শেয়ারের অধিকারী Vivo, Realme এবং Oppo যথাক্রমে তৃতীয়, চতু্র্থ ও পঞ্চম স্থানে রয়েছে।