মহারাষ্ট্রে ১২ শিশুকে পোলিও ড্রপের পরিবর্তে স্যানিটাইজার ড্রপ, তদন্তের নির্দেশ

Mysepik Webdesk: মহারাষ্ট্রে ইয়াবাটমল জেলার কাপসিকোপাড়ি গ্রামে ১২ শিশুকে পোলিও ড্রপের পরিবর্তে স্যানিটাইজার ড্রপ দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সমস্ত শিশুর বয়স পাঁচ বছরের কম। এরপর বাচ্চাদের বমি ও অস্বস্তির শুরু হয়। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের দল তাদের পর্যবেক্ষণ করছেন।
আরও পড়ুন: FARMERS PROTEST: আন্দোলনরত কৃষকদের আটকাতে দেশের মধ্যে রাস্তায় উপর পেরেক-কাঁটাতারের বেড়া
এই ঘটনায় ভানবোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একজন চিকিৎসক, একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং এক আশা কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইয়াবাটমলের সামাজিক কর্মী কিশোর তিওয়ারি জানিয়েছেন যে, তিনি স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের সঙ্গে দেখা করবেন এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।